হিফজুল কুরআন কোর্সের সেমিস্টার -1। পবিত্র কুরআনের ৩০ তম পারা
About Course
লাইভ ক্লাসের মাধ্যমে হিফজুল কোরআন কোর্সঃ
- অভিজ্ঞ হাফেজ হাফেজাগণ লাইভ ক্লাস নিয়ে হিফজ প্রোগ্রামটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ।
- স্টুডেন্টরা তাদের রেজিস্টারকৃত অ্যাকাউন্টের প্রোফাইলে দৈনিক প্রগ্রেস দেখতে পাবেন।
- কোর্সটি কতদিনে কতটুকু কমপ্লিট হল কতদিন লাগবে সবকিছু স্টুডেন্টদের প্রোফাইলে দেখা যাবে।
- কোর্স লেসনের পাশাপাশি থাকবে কুইজ অপশন যেখানে স্টুডেন্টদের পূর্বে সুনানির উপর কোশ্চেন করা হবে।
- স্টুডেন্ট নিজেই লেসনের কতটুকু কমপ্লিট করল তা আপডেট করতে পারবেন।
- ওস্তাদদের যেকোনো ধরনের হেল্প নেওয়া সহজ হবে।
স্টুডেন্টরা ওস্তাদদের সাথে খুব সহজেই তিনটি মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
- মেসেঞ্জার গ্রুপে টিচার থাকবেন
- হোয়াটসঅ্যাপ গ্রুপে টিচার থাকবেন
- এছাড়াও গুগল মিটে লাইভ ক্লাসেতো রয়েছেনই।
স্টুডেন্টদের শুধু সদিচ্ছা দরকার তাহলে ইনশাআল্লাহ কোরআন হিফজ করা খুব সহজ হবে।
ওয়েবসাইটে কোর্স মডিউলে প্রতি ক্লাসে গড়ে ৫ মিনিটের রেকর্ড ভিডিও রয়েছে, যেখানে আন্তর্জাতিক একজন ক্বারীর তেলাওয়াত, শাব্দিক অর্থ ও সরল অনুবাদ রয়েছে , তা বারবার দেখে শাব্দিক ও সরল অনুবাদসহ শিখে মুখুস্ত করুন। যার ফলে ভুলে যাওয়ার সম্ভবনা কম থাকবে ও নামাজে কেরাতের অর্থ বুজতে পারবেন ইংশাআল্লাহ।
Course Content
সেমিস্টার-১ (১ম অংশ-১১ টি সূরা)
-
১. সূরা ফাতিহা (সূচনা-৭)
00:39 -
১১৪. সূরা নাস (মানবজাতি-৬)
00:24 -
১১৩. সূরা ফালাক (নিশিভোর-৫)
00:19 -
১১২. সূরা ইখলাস (একত্ব-৪)
00:13 -
১১১. সূরা লাহাব (জ্বলন্ত অংগার-৫)
00:22 -
১১০. সূরা নাসর (স্বর্গীয় সাহায্য-৩)
00:21 -
১০৯. সূরা কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী-৬)
00:24 -
১০৮. সূরা কাওসার (প্রাচুর্য-৩)
00:15 -
১০৭. সূরা মাউন (সাহায্য সহায়তা-৭)
00:27 -
১০৬. সূরা কুরাইশ (কুরাইশ গোত্র-৪)
00:19 -
১০৫. সূরা ফীল (হাতি-৫)
00:00 -
কুইজ-১
সেমিস্টার-১ (২য় অংশ-১০ টি সূরা)
সেমিস্টার-১ (৩য় অংশ-৯ টি সূরা)
সেমিস্টার-১ (৪র্থ অংশ-৮ টি সূরা)
Student Ratings & Reviews
No Review Yet