Description
হিফজুল কোরআন কোর্সঃ
এই পারা/সেমিস্টারে আয়াত সংখ্যা: 564। দৈনিক ৫ আয়াত মুখস্ত করলে এই পারা মুখস্থ করতে 113 দিন সময় লাগবে।
সুরা নাবা (৭৮:১) – সুরা ত্বারিক্ব (৮৬:১৭)
সুরা আ’লা (৮৭:১) – সুরা নাস (১১৪:৬)
অভিজ্ঞ হাফেজ হাফেজাগণ লাইভ ক্লাস নিয়ে হিফজ প্রোগ্রামটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ।
স্টুডেন্টরা তাদের রেজিস্টারকৃত অ্যাকাউন্টের প্রোফাইলে দৈনিক প্রগ্রেস দেখতে পাবেন।
কোর্সটি কতদিনে কতটুকু কমপ্লিট হল কতদিন লাগবে সবকিছু স্টুডেন্টদের প্রোফাইলে দেখা যাবে।
কোর্স লেসনের পাশাপাশি থাকবে কুইজ অপশন যেখানে স্টুডেন্টদের পূর্বে সুনানির উপর কোশ্চেন করা হবে।
স্টুডেন্ট নিজেই লেসনের কতটুকু কমপ্লিট করল তা আপডেট করতে পারবেন।
ওস্তাদদের যেকোনো ধরনের হেল্প নেওয়া সহজ হবে।
স্টুডেন্টরা ওস্তাদদের সাথে খুব সহজেই তিনটি মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
মেসেঞ্জার গ্রুপে টিচার থাকবেন
whatsapp গ্রুপে টিচার থাকবেন
এছাড়াও ওয়েবসাইটে তো রয়েছেনই।
স্টুডেন্টদের শুধু সদিচ্ছা দরকার তাহলে ইনশাআল্লাহ কোরআন হিফজ করা খুব সহজ হবে।
Rahima Khanom –
Very Good